Blog

আইইবি অস্ট্রেলিয়া চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ৬ জুলাই

আইইবি অস্ট্রেলিয়া চ্যাপ্টারের বর্তমান কার্যনির্বাহী কমিটি (ইসি) ২০১৮ ও ২০২২ সালে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত হয়। এতে বুয়েট, ডুয়েট, কুয়েট, রুয়েট, সিইউইটি ও আইইউটি-এর প্রাক্তন শিক্ষার্থী ও প্রতিনিধিরা রয়েছেন। ২০২৫ সালের ৩০ এপ্রিল অনুষ্ঠিত এক সভায় ইসি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয় যে, আগামী ৬ জুলাই ২০২৫ তারিখে বার্ষিক সাধারণ সভা (AGM) এবং ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

আইইবি অস্ট্রেলিয়া চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ৬ জুলাই

দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) অস্ট্রেলিয়া ওভারসিজ চ্যাপ্টার ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৮ সালে তা নতুনভাবে কার্যকর রূপে যাত্রা শুরু করে। গঠনের পর থেকে চ্যাপ্টারটি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রকৌশল পেশাজীবীদের মধ্যে সেতুবন্ধ তৈরি করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এর কিছু উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে—বাংলাদেশের জন্য ওয়াশিংটন একর্ডের পূর্ণ স্বাক্ষরকারী দেশের মর্যাদা অর্জন, ইঞ্জিনিয়ার্স অস্ট্রেলিয়া (EA)-এর সহযোগিতায় চার্টার্ড প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং (CPEng) সেমিনার আয়োজন, যেখানে EA-এর সিইও এবং অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার উপস্থিত ছিলেন। এছাড়াও চ্যাপ্টারটি বিশ্ব প্রকৌশলী দিবস বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বের অংশগ্রহণে উদযাপন করেছে, যেখানে উপস্থিত ছিলেন ওয়াশিংটন একর্ডের প্রাক্তন চেয়ারম্যান এমিরিটাস প্রফেসর এলিজাবেথ টেইলরসহ অনেকেই।

আইইবি অস্ট্রেলিয়া ওভারসিজ চ্যাপ্টার এর সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল মতিন এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- অনুষ্ঠানটি ৬ জুলাই রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত Marsden Park Neighbourhood Centre, Marsden Park NSW 2765-এ অনুষ্ঠিত হবে। AGM ও নির্বাচনের বিস্তারিত নিয়মাবলি পরবর্তীতে জানানো হবে।

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment