টরন্টোতে অন্যস্বরের আয়োজনে বৈশাখের পঙক্তিমালা অনুষ্ঠিত
গত বছর থেকে অন্যস্বর আয়োজন করেছে বৈশাখের পঙক্তিমালা, এই ধারাবাহিকতায় তারা আবার এসেছেন ফিরে এ বছর নতুনভাবে নতুন কিছু নিয়ে। বাঙালির ঐতিহ্য তুলে ধরতে অন্যস্বর বদ্ধপরিকর। আগামীর প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে সব সময়ই চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা । অন্যস্বর ও অন্য থিয়েটার বাংলা, বাঙালী আর বাংলাদেশের কথা বলে
টরন্টোতে অন্যস্বরের আয়োজনে বৈশাখের পঙক্তিমালা অনুষ্ঠিত
অন্যস্বরের আয়োজনে কানাডার টরন্টোর ড্যানফোর্থের হোপ ইউনাইটেড চার্চ মিলনায়তনে শনিবার (২৬ এপ্রিল) রাতে অনুষ্ঠিত হলো বৈশাথে পঙক্তিমালা।
রাত আটটায়দুইজন শিশুশিল্পী মন্ত্র আর মুগ্ধ নিয়ে মঞ্চে উঠেন রনি মজুমদার। কৃতজ্ঞতা জানান এই আয়োজনের পেছনের কারিগর আর দর্শকদের। শিশু দুইটি বাংলার ছড়া শোনান দর্শকদের। কানাডায় বেড়ে উঠা শিশুদের এমন পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের।