নিউইর্য়ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২৩ মে
বইমেলার আহ্ববায়ক রোকেয়া হায়দার সকলকে মেলায় যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন
৩৪তম নিউইর্য়ক আন্তর্জাতিক বাংলা বইমেলা আগামী ২৩ মে থেকে শুরু
৩৪তম নিউইর্য়ক আন্তর্জাতিক বাংলা বইমেলা আগামী ২৩ মে থেকে শুরু হবে।
লেখক সাদাত হোসাইন বইমেলা উদ্বোধন করবেন। আগামী ২৩ মে সন্ধ্যা ছয়টায় নিউইর্য়কের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে বইমেলার উদ্বোধন করা হবে। ২৩-২৬ মে চার দিন ব্যাপী বইমেলায় আমেরিকা ও কানাডা থেকে বিপুল সংখ্যক লেখক যোগ দেবেন।
অংশ নেবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে আসা বিভিন্ন প্রকাশনা সংস্থা। থাকবে অজস্র নতুন বই।