Blog

নিউ ইয়র্কে সিটি মেয়রের বাসভবনে ‘বাংলাদেশ হেরিটেজ’ উৎসব অনুষ্ঠিত

সমবেত বাংলাদেশীদের উদ্দ্যেশে মেয়র এরিক এডামস তাঁর বক্তব্যে বাংলাদেশি আমেরিকানদের ভূয়শীপ্রসংশা করেন। মেয়র বলেন, নিজেদের কৃষ্টি বা হেরিটেজ না ভুলে গিয়েও প্রকৃত আমেরিকান হওয়া যায়, নিউইয়র্ক সিটি তার প্রমাণ

৩ এপ্রিল নিউ ইয়র্কে সিটি মেয়রের বাসভবনে ‘বাংলাদেশ হেরিটেজ’ উৎসব অনুষ্ঠিত

গত ৩ এপ্রিল বৃহস্পতিবার নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামসের সরকারী বাসভবন গ্রেসী ম্যানসনে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ২য় ‘বাংলাদেশ হেরিটেজ ডে’। আয়োজনে সহযোগী সংগঠন ছিল নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটি।

বাংলাদেশি কমিউনিটির দুই শতাধিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইস্ট রিভারের পাড়ে মেয়রের সরকারি বাসভবন ‘গ্রেসি ম্যানসন’ এ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজনে প্রবাসী বাংলাদেশি শিল্পী রানু নেওয়াজ ও অনিক রাজ সংগীত পরিবেশন করেন। বাংলাদেশীদের মুখরিত কলতানে যুক্তরাষ্ট্রের বৃহত্তম নগরীর মেয়রের সরকারী বাসভবনটি পরিনত হয়েছিল একখন্ড বাংলাদেশে।

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment