ন্যায্য মজুরি ও শ্রমিক অধিকার দাবিতে টরন্টোয় মে দিবস উদযাপন
১৮৮৬ সালের শিকাগো শহরের শ্রমিক আন্দোলনের স্মরণে আজও বিশ্বের শ্রমজীবী মানুষ মে দিবস পালন করে চলেছে। অথচ আন্দোলনের সূতিকাগার আমেরিকা এবং পাশ্ববর্তী কানাডা দিনটিকে এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি
ন্যায্য মজুরি ও শ্রমিক অধিকার দাবিতে টরন্টোয় পিডিআই কানাডার মে দিবস উদযাপন
ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, কাজের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার নিশ্চয়তার দাবিতে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) কানাডার আয়োজনে টরন্টোয় পালিত হলো মহান মে দিবস। গত রবিবার টরন্টোর ডেনফোর্থের হোপ ইউনাইটেড চার্চে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি।
অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক পরিবেশনা। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব আজফর সৈয়দ ফেরদৌস এবং সঞ্চালনায় ছিলেন সহ-সাধারণ সম্পাদক সোলায়মান তালুত রবিন।