নিউইয়র্কে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা-মুনা’র এডুকেশন ক্যাম্প অনুষ্ঠিত
আলোচকবৃন্দ আরো বলেন, দুনিয়া জীবন খুবই সীমিত, মানুষের আসল স্থান হলো আখেরাত। আখেরাতের অনন্ত জীবন সুন্দর ও স্বার্থক করার লক্ষ্যে দুনিয়াতে অনৈতিক কাজ পরিহার করা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব
নিউইয়র্কে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা-মুনা’র এডুকেশন ক্যাম্প অনুষ্ঠিত
সাহাবায়ে কিরামের জীবন মুসলিম মিল্লাতের জন্য অনুসরণীয় উপাদানে ভরপুর এবং বিশেষ করে ইসলামি আন্দোলনের কর্মীদের জন্য। আল্লাহর রাসুল (সা:) এর সাহাবিদের জীবনে রয়েছে আমাদের জন্য সর্বোত্তম পাথেয়।
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা)’র নিউইয়র্ক নর্থ জোনের এডুকেশন ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন এসব কথা বলেন।
গত ২৬ ও ২৭ এপ্রিল দুইদিন ব্যাপী এডুকেশন ক্যাম্প অনুষ্ঠিত হয় মুনা সেন্টার অফ জ্যামাইকায় (মসজিদ আর রাইয়্যান)। এতে সভাপতিত্ব করেন নিউইয়র্ক নর্থ জোনের সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান। পরিচালনা করেন জোনের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার।